Friday, July 5, 2019

ফেসবুকে এড সমস্যার সমাধান: ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন? ফেসবুকে অ্যাড দিয়ে সেল কম পাচ্ছেন বা পাচ্ছেন না, সমস্যা কোথায়?

- তানভীর রিজওয়ান

প্রতিদিনই কেউ না কেউ নক দিয়ে জিজ্ঞাসা করেন ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। চলুন আজকে আমরা এই সমস্যাটার সমাধানের চেস্টা করি।
ফেসবুকে যে কোন এড এর সফলতার জন্য চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্নঃ
১) কি অফার করছি?
নির্দিষ্ট একটি এড এ আমরা কিছু একটা করার জন্য অডিয়েন্সকে উদ্বুদ্ধ করি। এখানে আমাদের নিশ্চিত হতে হবে আমরা যে অফারটি করছি সেটি যাকে অফার করছি তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। আমরা যে পন্থায় তাকে অফার করছি সেটি তার কাছে কতটুকু বোধগম্য। আমরা যে ভাষা বা কন্টেন্ট ব্যাবহার করছি সেটি তার কাছে কতটুকু আবেদন তৈরী করতে পারছে

২) কাকে অফার করছি?
কাস্টমার সেগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ন, যা আমরা প্রায়ই এড়িয়ে যাই এবং ক্ষতিগ্রস্ত হই। আপনাকে ঠিক করে নিতে হবে এই এডটি আপনি কাদের জন্য বানাচ্ছেন (খুব বেশি ব্রড বা খুব বেশি ন্যারো টার্গেটিং প্রচন্ড ক্ষতিকর)। তাদের মনমানসিকতা, চিন্তা চেতনা, আচার ব্যাবহার, সংস্কৃতি, বায়িং বিহাভিয়ার, পার্চেজ হ্যাবিট, ইনফ্লুয়েন্সিং এলিমেন্টস ইত্যাদি সম্পর্কে সম্যক ধারনা নিয়ে সেই অনুযায়ী এড এর কন্টেন্ট তৈরী করতে হবে।

৩) টার্গেটিং কতটুকু সঠিক?

ফেসবুকে লোকেশন, বয়স, লিংগ ছাড়াও "ডিটেইল্ড টার্গেটিং" অপশনে শত শত উপায়ে টার্গেটিং করা যায়, এছাড়াও কাস্টম অডিয়েন্স, পিক্সেল সহ আরো অনেকগুলো উপায় আছে শুধুমাত্র এটা নিশ্চিত করার জন্য যে সঠিক মানুষটা আপনার এডটি সঠিক সময়ে দেখছে। সেই সাথে পোস্ট বুস্ট,পেজ বুস্ট ছাড়াও আরো ৯+ ধরনের এড এর ফরমেট আছে যেগুলো একেকটা একেক কাজের জন্য সেরা। এগুলোর সঠিক ব্যাবহার এপনার রেজাল্ট রাড়িয়ে দিবে বহুগুনে।

৪) ক্লোজ মনিটরিং হচ্ছে কি?

একটা এড রান করানোর পরেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রিলেভেন্স স্কোর কত হল, কস্ট পার রেজাল্ট কত, কনভার্সন কি ঠিকমত হচ্ছে, না হলে কেন হচ্ছে না ... এমন ১৫ থেকে ২০ টা মেট্রিক্স এ চোখ রেখে সেই অনুযায়ী একশন প্লান তৈরী করা ও প্রয়োজনে পরিবর্তন বা সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ।

এর পরেরবার ফেসবুকে এড দেয়ার সময় এই বিষয়গুলো খেয়াল রেখে সেই অনুযায়ী কাজ করলে আপনার ফেসবুক এড থেকে আশাতীত রেজাল্ট পাবেন।
Please See this video ( click this video two time)

See this link: https://www.facebook.com/centerofdigitalmarketing/

ফেসবুকে অ্যাড দিয়ে সেল কম পাচ্ছেন বা পাচ্ছেন না, সমস্যা কোথায়? 


See these links: 1) ব্যবসা ও মার্কেটিং টিপস-বাংলাদেশ  2) Business Ideas Park - Bangladesh   3) সেলস পার্সনদের জন্য বিক্রি বাড়ানোর ৫টি কৌশল 4) আয় বৃদ্ধির উপায় শুনুন সফল উদ্যোক্তাদের কাছ থেকে 5) অনলাইন ব্যবসা বৃদ্ধির জন্য কিছু কার্যকরী উপায় 6) ব্যবসায় দ্রুত উন্নতির উপায়  7) যেভাবে অনলাইন এ পণ্য বিক্রয় করে আমি লাখ লাখ টাকা উপার্জন করছি 8) আপনার ই-কমার্স ওয়েবসাইটের বিক্রয় বাড়াতে যা যা করবেন? 9) ব্যবসা সংক্রান্ত নতুন আইডিয়া পাওয়ার ৫টি উপায় 10) ফেসবুক থেকেই আয়-রোজগার 11) ফেসবুক থেকে আয় করার কৌশল।


Thursday, July 4, 2019

ফেসবুক মার্কেটিং এর ৭ টি ভুল ধারণা যা করা আর টাকা আগুনে ফেলা একই কথা

ফেসবুক মার্কেটিং এর ৭ টি ভুল ধারণা যা করা আর আগুনে পানি ঢালা একই কথা। চলুন দেখে নেওয়া যাক -
১। কাস্টমারকে প্রথমেই প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য প্ররোচিত করা
২। সঠিক কাস্টমারের কাছে না পৌঁছে সবার কাছে পৌঁছানো
৩। পেইজে অনিয়মিতভাবে পোস্ট করা
৪। পোস্টের কমেন্টে উত্তর না দেওয়া নেগেটিভ কমেন্টের ফিডব্যাক না দিয়ে মুছে ফেলা
৫ বুস্ট পোস্টে ক্লিক করে এ্যাড চালু করতে পারি বলেই নিজেকে ফেসবুক এ্যাডভার্টাইজার ভাবা
৬। বেশি খরচ করা মানেই বেশি সেল এটা ভাবা
৭। রিটার্গেটিং না করা
Source: ISDL - Prodigi

Tuesday, July 2, 2019

Facebook Instruction -এই ব্লগের সমস্ত পোষ্ট: প্লীজ দেখুন

Facebook Instruction -এই ব্লগের সমস্ত পোষ্ট: প্লীজ দেখুন






7) ফেসবুকে এড সমস্যার সমাধান: ফেসবুকে এড দিলে লাইক কমেন্ট আসে কিন্তু সেল আসে না। কি করবেন?

8)  ফেসবুকের মাধ্যমে ইকমার্স ব্যবসার পূর্ণাংগ গাইড

9) ই-কমার্সের ব্যবসার আইনী দিকগুলো কি?

10) এফ-কমার্স: ফেসবুকের মাধ্যমে ই-কমার্স ব্যবসার প্রয়োজনীয় তথ্য

11) কিভাবে ফেসবুক অ্যাডে Pixel দিয়ে ওয়েবসাইটে কনভারসন/সেলস বৃদ্ধি করবেন?

12) Facebook Marketing Agency in Bangladesh

13) সাফল্যপূর্ণ ফেইসবুক মার্কেটিংয়ে সফটওয়ার ব্যবহারের নানা গুরুত্বপূর্ণ বিষয়

14) বাংলাদেশী ফেইসবুক বিজনেস পেজের লিষ্ট